www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিসর্জিত অস্তিত্ব

অস্তিত্বে মিশে যাওয়া তুমি!!
অথচ আজ কতকাল অস্তিত্বের আকালে আমি।
খুঁজি, অস্তিত্ব অথবা তোমায়!
তপ্ত দুপুরে মেঘের আড়ালে রোদে'রা হারালে, ছায়া হয়ে।
অথবা, সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি,
যে-ই একটু কমলো, তার ফাঁকে রংধনু'র নীল রংয়ে।
হয়তোবা শরতের শেষে ভোরের শিশিরে
জড়িয়ে থাকা ঘাসের মুক্ত কণায়,
নয়তো পড়ন্ত ওবেলায় গোধূলির আবীর মেখে
নীড়ে ফেরা শালিক কিংবা চড়ুই ডানায়।
জোছনার জলে ছুঁয়ে নামে অন্ধকার
পেঁচারা মিশে যায় আঁধারের নিস্তব্ধতায়,
আমি শুনি সমুদ্রের গর্জন
অস্তিত্বহীন পরাজিত পৃথিবী, ব্যথার তীব্রতায়।
থামে কোলাহল, শেষ হয় লেনদেন অথবা
কামের আদিমতা, অতঃপর ক্লান্ত ধরিত্রী
ঘুমায় ক্লান্তির অবসাদে,
আমি তখনও খুঁজি অস্তিত্ব!
আর আমার দু'চোখ কেবলই ছুটে যায় ঐ
শশ্নান সমাপ্তির পথে।
নিকষ কালো আঁধারে হারাই নিজের ছায়া টা-ই,
দু'হাতে মাখি বিসর্জিত অস্তিত্ব পোড়াঁ বিবর্ণ ছাই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২১১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৭/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চমৎকার। বেশ লাগল।
  • এম এম হোসেন ২৯/০৭/২০২২
    চমৎকার
  • সিবগাতুর রহমান ২৯/০৭/২০২২
    অসাধারণ লিখেছেন কবি
  • জীবন ও প্রকৃতির অপূর্ব সমন্বয়!
  • ফয়জুল মহী ২৮/০৭/২০২২
    অতুলনীয়
    আমি পাঠে সিক্ত
 
Quantcast