www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিদায়

ডেকো না আমায় আর বসন্তের কোকিল,
ডেকো না বসন্তের ফুল ।
ডেকো না পাখি আর ঘুমহারা রাত,
ভোরের শিশির,রুপালি চাঁদ ।
তোমাদের বিদায়
চির বিদায় দাও আমায় ।
দেখিছি সবুজ অরণ্য,দেখিছি পাহাড় কত
রাশি রাশি জল আর বিশাল জলপ্রপাত ।
দেখিছি রমণীর অধর, দেখিছি বৃষ্টিভেজা দুপুর,
দেখিছি চৈএের ক্লান্ত- দ্বি-প্রহর।
আর দেখিছি পরস্পর ভালবাসা ।।
আধাঁর রাতে আলোর প্রদীপ জোনাকি ,অস্তগামী রবি
দেখিছি হিমালয় আর বরফগলা নদী।


দেখিছি রমনীর চোখে বেদনার অশ্র, অপেক্ষার প্রহর ।
আর দেখিছি অভিমানে চলে যাওয়া।
ফুলের বুকে ভ্রমরের খেলা,
রংধনুর রঙ্গের মেলা ।
এবার বিদায় দাও
চির বিদায়
আর বেশী দিন নয়,
ক্ষমা কর আমায় ধরণীর সব সৃষ্টি,
আমার চোখে আজ চির বিদায়ের বৃষ্টি ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৪৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/১২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast