www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার চার ভুবন-২

ভুবন-২

ভাবিনি ভোরের সোনালী কিরণ
চোখে এঁকে দেবে বিষাদের কালো-
গ্রাম ছাড়ার সকরুণ ব্যথা
মুছে দেবে দূরদেশের হাতছানির আলো।

পৌষের মাঝ রাত্রে গ্রামের থেকে দুরে
কখনো শুনেছি চলন্ত রেলের বাঁশি।
ভাবিনি দিনের আলোয় দেখতে পাবো
রেল চড়ে গ্রাম ছেড়ে দূরদেশে যাবো-
আত্মীয়র হাত ধরে চলন্ত রেলের কামরায়
জানলার ধারে চোখে শুধু স্বপ্নভরা দৃষ্টি,
ছুটন্ত গাছপালা মাঠ জলা পিছনে ফেলে
রেলের গাড়ী চলে নিমেষে হেলে-দুলে
চোখে ভাসে নব জগতের অনাবিল সৃষ্টি।

শিক্ষার প্রাঙ্গণে অজানা-অচেনা জগৎ
যেন রেখে গেল মোর চোখেমুখে হাতে-
বিস্ময়-ভরা স্বপ্ন-মাখা পৃথিবীর জ্ঞান
উদ্ভ্রান্ত পিয়াসি মন যৌবনের প্রভাতে।
পথের মাঝখানে শত লোকের আনাগোনা
কারে ধরি কারে ছাড়ি কোন্ পুরুষ-নারী-
নিত্য নূতন মনে হৃদয়ের মাঝে হৃদয়
করছে কানাকানি করছে করুণায় ভারী।

দুচোখের লোভ মিলছে ডানা
কল্পনায় দিচ্ছে হানা গভীর অন্ধকারে,
কে দেবে আসল প্রেম,হৃদয়জরা ভালোবাসা
পাওয়ার খাদে আছড়ে পরা যৌবনের কারাগারে !
ফিরতে যে হবে খেয়ালি যৌবন ছেড়ে
বংশের ধারা নিয়ে পুর্বপুরূষ স্মরণে
শুধু কর্ম নিয়ে সংসার-ভুবনে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast