www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালোবাসার রামধনু

এমন বৃষ্টি-ভেজা শ্রাবণের প্রাতে
একাকী মালা দুটি হাতে
অচেনা নারী, তবু যেন শত চেনা
কোথা যাও – কোথা যাও
বার বার পিছে কেন চাও
মন্দিরের ভাঙ্গা মিলনের হাটে,
কাকে খুঁজছ আপনার মাঝে
কী গোপন হারালে তাতে-
বারি সিক্ত শাড়ীর আঁচলে ঢাকা
তোমার বিরহী আঁখিতে কেন খোঁজে
অকারণ পুলকে বেজে ওঠা আমার মনের বেণু
ভালোবাসার রামধনু!

কে গো তুমি-বিরহের কোন্ আকাশে
সিক্ত প্রেমের রিক্ত আভাসে
ভাসালে আমার হৃদয়-ধারা,
কেমনে বলি-ফিরায়ো-না আঁখি
দেখেছি যে সেথায় প্রাণের সাথী-
সব পেয়েছির প্লাবণধারা,
কেন যে অচেনা নারী গোপন করো
শত চেনা ইশারায় পাগল-করা
গোপন চাহনির নয়ন-তারা
তোমার বিরহী আঁখিতে কেন খোঁজে
অকারণ পুলকে বাঁধা আমার করুণার রেণু
ভালোবাসার রামধনু!

কী যে পেয়েছি,কী হারিয়েছি-কী পাইনি
কেন যে পাগল করেছে তোমার ওই চোখ
দেয়নি উত্তর হৃদয়ের ঊষর মরুভূমি
বৃথা কাঁদি বৃথা খুঁজি প্রাণের-দ্যুলোক
মৃত্যুহীন খোঁজার তৃষ্ণায়
মেঘে-ঢাকা কালো আকাশের চোখে
খুঁজি শুধু খুঁজি আপনমনের বাইরে
কাঙ্গাল-করা ভালোবাসার রামধনু!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৯/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast