ঘুম ভেঙে
    ঘুম ভেঙে দেখি আজ 
দুয়ারেতে তুমি;
নবীন বসন পড়ে
রাঙিয়েছ ভূমি।
তোমার চোখের পরে
চোখ রেখে গেছি;
কোন সে মানিক আমি
সামনে পেয়েছি।
-----
দুয়ারেতে তুমি;
নবীন বসন পড়ে
রাঙিয়েছ ভূমি।
তোমার চোখের পরে
চোখ রেখে গেছি;
কোন সে মানিক আমি
সামনে পেয়েছি।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        কামরুজ্জামান সাদ ২৩/১১/২০১৭আপনার সনেটগুলো ভালো লাগে।
 - 
        মীর মুহাম্মাদ আলী ২৩/১১/২০১৭সুন্দর
 - 
        কে. পাল ২২/১১/২০১৭দারুণ
 - 
        সুজয় সরকার ২২/১১/২০১৭সুন্দর ছন্দময় কবিতা
 - 
        সোলাইমান ২২/১১/২০১৭অসাধারণ কাব্যে বিমোহিত!
প্রিয় কবির জন্য এক রাশ রক্তিম শুভেচ্ছা ও গভীর ভালোবাসা রেখে গেলাম। - 
        মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২২/১১/২০১৭মনোরম ।
নিরুপম । 
