সাঁঝে
    ওই যে দূরে নেমেছে সাঁঝ-
থেমেছে সকল কাজ;
দিগন্তের ওই পরপারে-
রয়েছে মনের সাজ।
কত কথা সবুজ পাতায়-
নীরবেতে হবে লেখা;
পাখির দলের ব্যাকুলতা
আমাকে করেছে একা।
------
থেমেছে সকল কাজ;
দিগন্তের ওই পরপারে-
রয়েছে মনের সাজ।
কত কথা সবুজ পাতায়-
নীরবেতে হবে লেখা;
পাখির দলের ব্যাকুলতা
আমাকে করেছে একা।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        রইস উদ্দিন খান আকাশ ১৪/০১/২০১৭সুন্দর ছন্দ
- 
        peencil ১৩/০১/২০১৭khuboi shundar
- 
        সোলাইমান ১৩/০১/২০১৭প্রেরণার উৎসই তো আলো। যা বার বার আসে।
 সুন্দর কবিতা। ছলছিলো এর পরিবর্তে চলছিলো
 হবে সম্ভবতঃ।
 অনেক ভাল থাকুন কবি।
- 
        সাইয়িদ রফিকুল হক ১৩/০১/২০১৭ভালো।
- 
        আমি-তারেক ১৩/০১/২০১৭valo laglo...suveccha.
- 
        মো: রিদওয়ানুল ইসলাম রিফাত ১৩/০১/২০১৭সুন্দর কবিতা লিখেছেন। পড়ে ভালো লাগল।


