কথা-২
    হৃদয়-কথা বলিব বলে'-
বলা হয় নাই কভু;
শুনিতে চাহেনি কেহ, কোথা-
সময় দেননি প্রভু।
তোমারে যখন পেয়ে গেছি-
আষাঢ়ের অবেলায়;
তোমায় বলি হৃদয়-কথা
দিও যে শুধু সময়।
----
বলা হয় নাই কভু;
শুনিতে চাহেনি কেহ, কোথা-
সময় দেননি প্রভু।
তোমারে যখন পেয়ে গেছি-
আষাঢ়ের অবেলায়;
তোমায় বলি হৃদয়-কথা
দিও যে শুধু সময়।
----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        সোলাইমান ১৩/০১/২০১৭
- 
        সাইয়িদ রফিকুল হক ১০/০১/২০১৭বেশ লাগলো।
- 
        কে. পাল ১০/০১/২০১৭দারুন
- 
        আব্দুল হক ১০/০১/২০১৭ভালো কথা ভালো গান!


 
        
    
    
        
        
        
শুভেচ্ছা প্রিয়,,,