www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তেজোদীপ্ত মানবী

অঙ্গনা তুমি স্রোতস্বিনী
নাকি অশ্বের পায়ের নল?
তুমি জন্মদাত্রীর গর্ভ কষ্ট-
নাকি পদ্মপাতার জল?
তুমি নির্যাতিত একরোখা-
কেউ ডাকে পতিতা,
কারো তুমি মায়ের আঁচল;
প্রিয়তমা বনিতা।

তুমি ধানের মঞ্জুরী স্নিগ্ধ শরৎ
উড়ন্ত শান্তি কপোত,
তুমি তুঙ্গ, তুমি তমিস্রা-
আবার নিশুতি পুর্ণিমা রাত!
তোমার যেমন খ্যাতি আছে তেমনি আছে বদনাম;
শত্রুর তুমি আশীবিষ-
অনাদৃত অনির্বান।

পিতার কাছে পুত্রী তুমি
কামুকের চোখে কামিনী-
প্রেমিকের টানে প্রেমিকা তুমি,
স্বামীর ঘরে ভামিনী;
ক্ষণে ক্ষণে বদলে তোমার
ধরা-বাঁধার নাম,
তুমি ছাড়া অচল পুরুষ তবুও পাবেনা দাম।

হে প্রসূতি!
হে কলত্র!
হে দুহিতা!
তুমি নিদর্শন এ ভুবনের মাঝে-
রেখেছো অগ্রনী ভুমিকা,
স্তিতি তোমাকে যাই করুক তুমিই সঠিক ধারা;
সব আয়াস ক্ষোভ ভুলে
প্রসিদ্ধ তুমি,
তুমি যে জগতের মা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩২২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো।
  • ফয়জুল মহী ২১/১২/২০১৯
    অনুপম সৃজন
 
Quantcast