www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মৌলিক বিষাদের ফলাফল

আমি অনাচার আক্রান্ত ভূ-খন্ডের পাপী বলে-
লয়হীন যন্ত্রনা বয়ে বয়ে উর্বব মস্তিস্ক পুড়ে গেছে
কষ্টের মার্তণ্ড তাপে-
কখনো দেখেছ কি?
আমার অশ্রুর অকুল পাথার,
অথবা নিশাপতির হলুদ আলোর পোড়া দাগ?
যা তুমি দিয়েছ-
গগনচূম্বী অভিশাপের মাথা কেটে আমার বুকে!

ইন্দ্রালয় থেকে বিতাড়িত শয়তান কু-মন্ত্রনা দেয়-
আমাকে প্রতিনিয়ত,
দেখে বুঝে ভুলে যাই প্রয়ান স্মরণ-
একাত্মতা তৈরী হয়েছে আমাদের বন্ধুর মত;
যেমনটা তুমি ছিলে হারানোর আগে যাবার বেলায়-
নিছক হুর-পরী জান্নাতের মোহে বিভোর পাপীর কন্ঠের শান্তির শ্লোগান।

নভোমণ্ডল জুড়ে ঘৃনার বায়ু
তোমার প্রতিবাক্য ফিরিয়ে দেয় চরম উৎকন্ঠায়-
কে যেন ওপাশ থেকে ক্ষীণগলায় কেঁদে বলে?
তুই মিথ্যুক, তুই মিথ্যুক!
গোপন অভিপ্রায় থেকে মুছে যায়-
পাওয়া না পাওয়ার জটিল যোগ-বিয়োগ;
তাই তো
আমার সংগ্রহে জমে থাকে শুন্য।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৭৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রেজাউল ইসলাম ১১/০১/২০২০
    এক কথায় অসাধারণ
  • সাইদুর রহমান ১১/০১/২০২০
    ভালো লাগলো।
  • দারুণ অনুভূতির ছোঁয়া...
 
Quantcast