www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এক প্রাণের বাঁধন

এক প্রাণের বাঁধন,
তোমার আমার দুই দেহে।
তোমার তরে আমার বুকে,
প্রীতির ফোয়ারা বহে।
.
টলমলিয়ে তোমার অশ্রু,
বহে জুড়ে মোর আখি।
তোমার সুখের সাঁঝ-সকালে,
আমিও থাকি সুখী।
.
তোমার নেত্রে আমি দেখি,
রঙিন স্বপ্ন ছবি।
তোমার প্রেমে কলম ধরে,
আমি যে তাওহীদ কবি।
.
হৃদয়ে মোর রাত্রি নামে,
বদন তোমার হলে মলীন।
তোমার গায়ে লাগলে ব্যাথা,
ঘুরে আমার সাত-জমিন।
.
তোমার বুকে ছুঁড়লে বুলেট,
আমার বুকে বিঁধে।
বাঁধন বলতে কি বুঝাবো আর,
তুমি বলতেই আমি সিধে।
.
তোমার দুঃখের কান্না দেখে,
কলিজা আমার পুড়ে।
থাকো না কেন যতই কাছে,
কিংবা দূর থেকে বহুদূরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আশা মনি ২৮/০৭/২০১৮
    তাওহিদ কবি good poem
  • শান্ত চৌধুরী ২৬/০৭/২০১৮
    বাহ্ চমৎকার কব........
  • মোবারক হোসেন ২৫/০৭/২০১৮
    দুই দেহ এক মন
 
Quantcast