www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এ যে আমার শহর

চলে গেছ বলে থেমে গেছে কী কলমের কালি,
ঘোলা চলে সুরমার জল চল চল দোলা।
নদী ভরে, শুকায় আবার হাটু জল হয়,
বাসিয়া বহে এঁকেবেঁকে এই তার পথ চলা।
সরু হয়ে গাছের পাতায় ছায়া নির্বীড়,
তুমি তার তীর ঘিরে গড়েছ বসত।
মলয়ের হাওয়ায় ভাসে স্মৃতি গুলো,
তোমার নিত্যদিনের চলাফেরা যত।
আমি সেই ছোট্ট শহরে ঘুরেছি কতশত,
বাবার হাত ধরে সেই ছোট্ট থেকে।
এই মফস্বলেই সন্ধ্যে বিকেল হেটেছি কত,
বই খাতা হাতে বন্ধুরা মিলে কলেজ থেকে।
গ্রাম থেকে দূরে এ যে আমার শহর,
লোকে লোকারণ্য দেখেছি তার কোলাহল।
জন্ম মায়ায় জরিয়ে আছে শৈশব,
প্রখর রোদে রক্তিম লালে ফুটে কৃষ্ণচুড়া ফুল।
প্রিয়তমের হাত হয়ে আমার কানে দুলে,
সে আচেনা তুমি, হৃদয় কত যে হয় ব্যাকুল ।
ছোট ছোট নীড়ে ফিরে পাখিরা সব স্বপ্ন বুনে,
মাতৃস্নেহে আছে কত ভালবাসা হয়ে আকুল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৬/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • স্বপন গায়েন ২৪/১০/২০১৯
    সুন্দর...
  • স্মৃতির উপলব্ধি হৃদয় ছুঁয়ে যায়
  • ইবনে মিজান ২৭/০৬/২০১৯
    চলুক স্মৃতিচারণ
  • বাহ বেশ ভাল..।
  • ভালো লাগলো।
  • সুন্দর,,,
  • প্রাঞ্জলতার দিকে খেয়াল রাখার অনুরোধ
 
Quantcast