www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমরা এখন বমি করছো

তোমরা এখন বমি করছো
সাইয়িদ রফিকুল হক

তোমরা এখন বমি করছো দিনে-রাতে
তার নাম দিয়েছো আবার কবিতা!
জাত-মান সবই গেল আজ কাব্যজগতের,
তোমাদের অত্যাচারে সাহিত্য আজ কাঁদে,
আর তোমরা হাসো কুৎসিত চেহারা দেখিয়ে!
কবিতা খুঁজে-খুঁজে হয়রান হচ্ছি কত
তবুও দেখা পাই না একটা আস্ত কবিতার!

তোমাদের ভিতরে যে-সব ময়লাআবর্জনা আছে
তাই আজ ঢেলে দিচ্ছো কবিতার খামারে,
দিনে-রাতে কত কবিতা যে ফোটাও তোমরা!
তোমাদের মন এখন কবিতার আঁতুড়ঘর যেন
প্রতিদিন জন্ম দিচ্ছো শয়ে-শয়ে কবিতা।
মনে রেখো, তোমরা পাতি-কাক হতে পারো
কিন্তু কখনো অনিন্দ্য সুন্দর ময়ূর হতে পারবে না।

সাইয়িদ রফিকুল হক
১৫/০৬/২০২২
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৪২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৬/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast