www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সবাই এখন ফুটতে চায়

সবাই এখন ফুটতে চায়
সাইয়িদ রফিকুল হক

সবাই এখন উঁচুতে উঠতে চায়
সবাই এখন উঁচুতলার বাসিন্দা হতে চায়
যার সামর্থ্য আছে সে উঠে যাচ্ছে ধীরে ধীরে।
আর যাদের কোনো সামর্থ্য নেই
তরাও ছুটছে কালো পতাকা হাতে!
এখন কেউই বসে থাকতে চায় না
নিজের ছোট্ট একটা বারান্দায় কিংবা স্বল্প পরিসরের কক্ষে।

সবাই এখন পাহাড়ে উঠতে চায়
পাহাড়ে ওঠার জন্য চলছে সবার অবিরাম প্রতিযোগিতা
কেউ থেমে নেই একদণ্ড কিংবা দুদণ্ড
সবার হাতে পাহাড়ে ওঠার যাবতীয় সরঞ্জামাদি।
সমাজের তেলাপোকা, ছুঁচো, সরীসৃপ সবাই ছুটছে
অবিরাম গতিতে ওই সুউচ্চ পাহাড়ের দিকে।
পাহাড়ের ওঠার বিরাট একটা নেশা পেয়ে বসেছে
সকল স্তরের ছুঁচোদের আর প্রতারকদের মধ্যে।

যার নিচতলায় থাকার কোনো যোগ্যতা নেই
সেও আজ ভেল্কি দেখিয়ে উঠতে চায় দশতলায়,
বিশতলায় কিংবা একশ’তলার আরও উপরে!
উপরে ওঠার বিরাট এক নেশায় মেতেছে ছুঁচোগুলো।
তরতর করে উপরে উঠে যাচ্ছে যত সব আরশোলা,
হিমালয়ে উঠতে চায় লোভী, শঠ, কুম্ভীল পাতিশিয়ালগুলো!
আরও উপরে উঠতে চায় হায়েনা, নেকড়ে আর ভ্যাম্পায়ার,
পাহাড়ের চূড়া ধরে ঝুলতে চায় কুকর্মের দোসর পাঁঠাগুলো।

অনেকেই উপরে উঠতে পারে নিজের গুণে,
প্রতিভা যাদের আছে তারা উপরে উঠবেই।
কিন্তু যাদের কোনো প্রতিভা নেই,
যাদের কোনো চরিত্র নেই,
যাদের কোনো সততা নেই,
আর যাদের কোনো মনুষ্যত্বও নেই
তারাও এখন উপরে ওঠার সীমাহীন প্রতিযোগিতায় লিপ্ত!
নকল করে হলেও এখন অনেকেই মানী-গুণী হতে চায়
আর লাফিয়ে-লাফিয়ে সবাইকে দেখিয়ে উঠতে চায় খুব উপরে!
একেবারে সুনীল আকাশের খুব কাছাকাছি এরা পৌঁছে যেতে চায়!
কেউ এখন সাধারণ, ভালোমানুষ, আর সহজ-সরল থাকতে চায় না,
মাকাল-ফলগুলো এখন ভোল পাল্টে সমাজে প্রতিষ্ঠা চায়,
সবাই এখন খুব ফুটতে চায়,
সবাই এখন গোলাপের মতো ফুটতে চায়!


সাইয়িদ রফিকুল হক
২৭/০৫/২০২২
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৫/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast