www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দ্রোহের কবি নজরুল

দ্রোহের কবি নজরুল
সাইয়িদ রফিকুল হক

বাবরি-চুলের তেজি পুরুষ
ছিলেন কবি নজরুল,
ভালোবেসে তাঁর কাব্য পড়,
ধরিস না তাঁর ভুল।

নিজের খেয়ে পরের ভালো
করাই ছিল তাঁর শখ,
সত্য কথা শুনতে হয়তো
লাগবে একটু টক!

অনেক লোভী-ইতর ছিল
গাইতো তারা হিংসা,
আমজনতার গণকবি
চাইতেন সবার হিস্সা।

তিনি ছিলেন নীতির রাজা,
ছিলেন সবার কবি,
তাঁকে স্নেহ করতেন তাইতে
ভারতবর্ষের রবি।

অগ্নিবীণা, বিষের বাঁশি
গাইছে আজও দ্রোহ,
আমৃত্যু যে ছিলেন কবি
তপ্ত একখান লৌহ!

এমন কবির জন্মদিনে
শ্রদ্ধা নাই তোর মনে!
স্বার্থবাদী শণ্ঢগুলো
যা না চলে বনে।

সবার জন্য দ্রোহী হয়ে
এখনও দেন খাক-টিপ!
আয় না সবাই ভালোবেসে
জ্বালাই প্রেমের প্রদীপ।

মানবতার কবি নজরুল
থাকবেন চির বেঁচে,
আশীর্বাণী আনবো আমরা
দ্রোহের সিন্ধু সেঁচে।

ঘুমাও তুমি, ঘুমাও বন্ধু
আমরা আছি জেগে,
মানবতার সকল কাজে
থাকবো সবাই লেগে।


সাইয়িদ রফিকুল হক
২৪/০৫/২০২২
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৫/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast