www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমাদের সবকিছুতে একটু বেশি

তোমাদের সবকিছুতে একটু বেশি
সাইয়িদ রফিকুল হক

সবকিছুতে তোমরা একটু চিৎকার আর চেঁচামেচি করো বেশি,
তোমাদের ধৈর্য আর সহ্যশক্তি একেবারে কম।
তাই, হাটে-মাঠে-ঘাটে অযথা গলাবাজি করছো নিয়মিত,
আর তোমরা নিজেদের স্বার্থ বুঝে নিতে বেশ তৎপর।
মানুষের কথা বলে আর মানবসেবার অহেতুক নাম করে
নিজের ভোগের পেয়ালা ভরতে তোমাদের কোনো জুড়ি নেই!

তোমরা খুব চালাক-চতুর-ধূর্ত আর ভয়ানক-রকমের ধুরন্ধর
কিন্তু তোমরা কখনো বুদ্ধিমান হতে পারোনি কিংবা হতে পারবে।
আসলে, তোমাদের রক্তে অ্যালকোহলের মাত্রা ভয়াবহ বেশি
তাই, বাজার গরমের প্রতিবাদে নিজেরা আরও বেশি গরম হয়ে
দেশের বাজারটাকে গরিবের সাধ্যের বাইরে গরম করে তুলছো!
তোমরা সবাই মানবসেবার নামে ফায়দা লুটতে খুব বেশি ব্যস্ত।

তোমাদের নেতিবাচক সবকিছুতে একটু বেশি গন্ধ লেগে আছে
মানবতার দোহাই দিয়ে মানবতানাশে তোমরা সদা তৎপর।
কবে তোমরা একটু ভালো ছিলে তা কেউ আজ বলতে পারে না,
আসলে, তোমরা কি কখনো-কোনোদিন একটু ভালো ছিলে?
ভেবে দেখে তোমাদের নিজের ভাষায় উত্তরটা একবার বলবে:
আর নইলে আমজনতার কথাই ঠিক―তোমরা কবে ভালো ছিলে?


সাইয়িদ রফিকুল হক
০৯/০৫/২০২২
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৫৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৫/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast