www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হিংসা ভোলো

হিংসা ভোলো
সাইয়িদ রফিকুল হক

যে-কারও সুখ দেখে তুমি
কোরো নাকো হিংসা,
সবকিছুতে থাকে নারে
সবার সুখের হিস্সা।

নিজের ভাগ্য পড়ে তুমি
হাসবে সুখি মনে,
লোভ কোরো না আর কখনো
পাড়া-পড়শির ধনে।

বুকের ভিতর ফোটাও বন্ধু
গন্ধমাখা গোলাপ,
দেখবে তখন মনভিতরে
রয় না কোনো বিলাপ।

পরের সুখে হাসাই হোক না
তোমার জীবন-মন্তর,
বুঝবে তবেই সার্থক তোমার
মুসলমানির অন্তর।

ভুলে যাও রে হিংসা-কালির
যত বিভেদ-রেখা,
পড়ে দেখো পাককিতাবে
কী-বা আছে লেখা।

সাইয়িদ রফিকুল হক
০১/০৫/২০২২
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৫/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast