www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চড় মারো ভণ্ডকে

চড় মারো ভণ্ডকে
সাইয়িদ রফিকুল হক

ভণ্ড এসেছে আজ কবিতাবাগানে!
ফুল ফুটবে না আর রস-ময়দানে!
আকাশশকুনে হামলে পড়েছে
যশ-খ্যাতি-লোভে,
এদের মন এখন ভরছে না আর
অতুল বৈভবে।
এরা নিয়মিত চায় কত যে সুনাম!
কবিতারাজ্যে তাই এত দুর্নাম।

কবিতাফুল ফোটে না দালালের হাতে,
কবিতা জন্মায় না ভণ্ড-অজাতে।
মনগড়া বাণী সব হয়তো পদ্য,
আরো আছে তেলমারা কত যে গদ্য!
সবকিছুতে দেখেছি খুব বাড়াবাড়ি,
কবিতা হয়নি কারো কামড়াকামড়ি!
কবিতাফুল ফোটে না পাষণ্ড-রসে,
চড় মারো জোরে তাই ভণ্ডকে কষে।


সাইয়িদ রফিকুল হক
২০/০৩/২০২২
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৬১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৩/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast