www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আর ফোটে না কবিতার ফুল

আর ফোটে না কবিতার ফুল
সাইয়িদ রফিকুল হক

আজকাল খুব কথা শুনি:
নীতি আর আদর্শের
বাতাসে ভেসে আসে আরও কত বাণী!
কিন্তু খুঁজতে গেলে তা আর পাই না!
মুখে-মুখে শুধু মধুবর্ষণ
আসলে মধু নাই কোনো পাত্রে!

কবির শত্রু এখন কবি
কাব্য অচল হয়ে পড়ে রয়েছে
আর যত অকাব্য খুঁজে পেয়েছে প্রকাশনা!
কাব্যপ্রেমিকেরা সব অন্তরালে কিংবা নির্বাসনে
সুযোগসন্ধানী আড়তদাররা এখন প্রকাশক!
কবিতা ঝরে যাচ্ছে শুকনো পাতার মতো
আর যত অকবির রাস্তায় ভাজা জিলাপি
বিক্রি হচ্ছে দেদারসে!
অকাব্যের খাদকেরা এখন বরেণ্য সমালোচক।

মুখে দেখি কত সুন্দর হাসি!
কিন্তু ভিতরের পৃষ্ঠা খুলে দেখি
প্রেম নাই কোথাও!
সেখানে বস্ত-বস্তা রয়েছে হিংসা আর হিংসার বীজ।
তবু একটুও হতাশ হই না!
বেঁচে থাকি রবীন্দ্রনাথ, শেক্সপীয়ার, বুদ্ধদেব প্রমুখ পড়ে।
কবিতা আর প্রকাশ করি না
কবিতা আর লিখি না
শুধু কিছু ভাব উগরে দিই আজ বাধ্য হয়ে।

শিল্প এখন নির্বাসনে
সাহিত্য এখন বর্বর-ধর্মনেতার চক্ষুশূল!
এখন খুব চলছে পরের জমিজমা দখল করে
একেবারে রমরমা হাউজিং-ব্যবসা!
জুয়াখোরদের আস্তানায় নিষিদ্ধ এখন রবীন্দ্রনাথ
মাতালদের ধর্মসভায় নিষিদ্ধ আজ শিল্প-সাহিত্য!
ফাসেকদের দরজায় আজ অবিরত হানা দেয়
শয়তানের যত রকমের ডায়েরি আর আত্মরচিত শাস্ত্র!
মহাদুর্যোগে জ্ঞানের সিন্ধুক বন্ধ রয়েছে কতকাল!

আগের মতো ফোটে না আর কবিতার ফুল
আর খুঁজে পাই না জাত কবির মুখচ্ছবি!
চারিদিকে শুনি যত নীতিহীনের নীতিকথা
খোঁয়াড়ের জন্তুগুলো ঢুকেছে এখন ধর্মশালে!
সহজ-সরল ধর্ম এখন প্রশ্নের মুখোমুখি
আগের মতো খুঁজে পাই না সেইসব ধার্মিক
যাঁদের হাতে ধরা থাকতো বেহেশেতের ছবি!
দোজখের দারোয়ানগুলো এখন ধর্মনেতা
সবখানে জলাবদ্ধতা এখন!
পচা, মজা, দুর্গন্ধময় জলাশয়ে অবাধে
সাঁতার কাটছে নির্বোধ মানুষগুলো!
আগের মতো ফোটে না আর কবিতার ফুল!
আর খুঁজে পাই না মানুষের কবির মুখচ্ছবি!


সাইয়িদ রফিকুল হক
২২/০৪/২০২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৪/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast