www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মূর্খের আওয়াজ

মূর্খের আওয়াজ
সাইয়িদ রফিকুল হক

রাত জেগে মূর্খের দল আওয়াজ করে বেশি,
কোলাহলে বিবেক জাগে না কারও
তবুও শুনি পাষণ্ডদের তারস্বরে চিৎকার,
চেঁচামেচিও এখন নাকি বাকস্বাধীনতার উদাহরণ!

গণতন্ত্রকে যারা একদিন অজ্ঞাত গোরস্থানে
কবর দিয়েছিল দলবেঁধে রাতের আঁধারে,
আর উল্লসিত হয়ে খুব হেসেছিল ভোজসভায়,
তারাও আজ গণতন্ত্রের জন্য খুব কাঁদে রাতদিন জেগে,
রাজকীয় সম্মানসহ শ্রেষ্ঠ দেশপ্রেমিক হিসাবে
এদের হাতে খেতাব তুলে দিতে হবে আগামী নববর্ষে।
প্রতিবাদীদের গোরস্থানে আজ কেউ যায় না ফুল দিতে,
ভণ্ডের পদতলে শহরের দামি ফুলগুলো খাচ্ছে গড়াগড়ি!

উলঙ্গ লোকগুলো রাতের আঁধারে চেঁচিয়ে বলছিল:
পৃথিবীর মানুষের লজ্জা নাই! ধর্ম নাই! চরিত্র নাই!
মানুষের ঘুম ভেঙে যায় এই পশুদের পাশবিকতায়,
ক্রমাগত দারুণ অট্টহাসিতে ফেটে পড়ে শয়তান
তবুও কেউ জেগে ওঠে না, জনপদ শুধু ঘুমায়,
মানুষের মনে বারুদ জমে না, ঘৃণার বিপ্লব হয় না কখনো,
হঠাৎ মনে হয়: আদিমসমাজ কায়েম হয়েছে বুঝি আবার!
মানুষ শুধু খেয়েপরে বেঁচে থাকার স্বপ্ন দেখে নিরন্তর।

মূর্খের আওয়াজে ফেটে যায় রাতের পর্দা,
বুকের ভিতরে তবুও জাগে না কারও ঢেউ,
সওয়াবলোভীদের দাপটে হেরে যায় যুগশ্রেষ্ঠ ধার্মিক,
আদিমপশুরা চেঁচিয়ে জানায়, তারা পয়গম্বরদের প্রতিনিধি!


সাইয়িদ রফিকুল হক
১৭/০১/২০২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast