ধামাধরে থেকো
ধামাধরে থেকো
সাইয়িদ রফিকুল হক
ধামাধরে আছো ধামাধরেই থাকো
ঘুরে যাবে তোমার ভাগ্যের চাকা!
ক’জন পারে বিবেক পদদলিত করে
তোমার মতো এমন ভাগ্যবান হতে?
গতকাল রাত বারোটার পরে তোমার হাতে নাকি
এসেছে সেই মীরজাফরের গোপন এক চিঠি!
বুকপকেটে রেখো নাকো অমন চিঠি,
খুব সাবধানে রেখো, কেউ দেখে ফেলবে যে!
খুব আড়ালে কিংবা লুকিয়ে রাখো আরও সযত্নে,
তোমার সৌভাগ্যের সদর দরজা খুলে যাচ্ছে এবার।
মধ্যরাতে তুমি নাকি শুনেছো এক গায়েবি আওয়াজ!
সলিমপুরের পীরসাহেব কেবলা নাকি তোমাকে কাল সকালে
দিয়ে দিবে সীলমোহরযুক্ত দরবারের খিলাফত!
তুমি মদ খেয়েছো, মানুষ খুন করেছো, ধর্ষণ করেছো...
তাই এমন কী হয়েছে এই মাটির পৃথিবীতে?
এখানে কে কার গোনাহ’র কথা এত বেশি মনে রাখে?
এবার তোমার গোনাহরাশি মুছে যাবে সলিমপুরের বদৌলতে,
তুমি শুধু ১০০ বস্তা চাল, দশটা গোরু আর ৫০টা খাসি দিয়ো
বেহেশতের নিকটবর্তী বরকতপূর্ণ সলিমপুরের দরবারের নামে।
তুমি ধামাধরে আছো আর ধামাধরেই থেকো,
আস্তে-আস্তে তুমি একদিন হাসিমুখে পৌঁছে যাবে
নয়নজুড়ানো হুর-গেলমানদের রঙিন দরবারে।
তোমার কোনো দুর্ভাবনা নাই, ভয়ও নাই, চিন্তাও নাই,
তুমি হলে রাজকীয় দরবারের খাস মেহমান,
রাজনীতিতে তোমার নাম সবার উপরে থাকার দরকার নাই,
তুমি থেকো উপরের অধীনে আর তার একটুখানি নিচে,
দু’হাতে সব বাগিয়ে নাও, অর্ধেক খেয়ো তুমি
আর অর্ধেক দিয়ো তোমার প্রিয় নায়েবে রসুলের নামে
পৃথিবীর সব গোনাহ তিনি মাফ করিয়ে দিবেন এক শুক্রবারে!
তুমি শুধু ধামাধরে থেকো আর ধামা-বাগিয়ে সব ভরে নিয়ো।
তোমাদের জন্য আজ এই পৃথিবীতে সবকিছু একেবারে হালাল!
সাইয়িদ রফিকুল হক
১২/০১/২০২১
সাইয়িদ রফিকুল হক
ধামাধরে আছো ধামাধরেই থাকো
ঘুরে যাবে তোমার ভাগ্যের চাকা!
ক’জন পারে বিবেক পদদলিত করে
তোমার মতো এমন ভাগ্যবান হতে?
গতকাল রাত বারোটার পরে তোমার হাতে নাকি
এসেছে সেই মীরজাফরের গোপন এক চিঠি!
বুকপকেটে রেখো নাকো অমন চিঠি,
খুব সাবধানে রেখো, কেউ দেখে ফেলবে যে!
খুব আড়ালে কিংবা লুকিয়ে রাখো আরও সযত্নে,
তোমার সৌভাগ্যের সদর দরজা খুলে যাচ্ছে এবার।
মধ্যরাতে তুমি নাকি শুনেছো এক গায়েবি আওয়াজ!
সলিমপুরের পীরসাহেব কেবলা নাকি তোমাকে কাল সকালে
দিয়ে দিবে সীলমোহরযুক্ত দরবারের খিলাফত!
তুমি মদ খেয়েছো, মানুষ খুন করেছো, ধর্ষণ করেছো...
তাই এমন কী হয়েছে এই মাটির পৃথিবীতে?
এখানে কে কার গোনাহ’র কথা এত বেশি মনে রাখে?
এবার তোমার গোনাহরাশি মুছে যাবে সলিমপুরের বদৌলতে,
তুমি শুধু ১০০ বস্তা চাল, দশটা গোরু আর ৫০টা খাসি দিয়ো
বেহেশতের নিকটবর্তী বরকতপূর্ণ সলিমপুরের দরবারের নামে।
তুমি ধামাধরে আছো আর ধামাধরেই থেকো,
আস্তে-আস্তে তুমি একদিন হাসিমুখে পৌঁছে যাবে
নয়নজুড়ানো হুর-গেলমানদের রঙিন দরবারে।
তোমার কোনো দুর্ভাবনা নাই, ভয়ও নাই, চিন্তাও নাই,
তুমি হলে রাজকীয় দরবারের খাস মেহমান,
রাজনীতিতে তোমার নাম সবার উপরে থাকার দরকার নাই,
তুমি থেকো উপরের অধীনে আর তার একটুখানি নিচে,
দু’হাতে সব বাগিয়ে নাও, অর্ধেক খেয়ো তুমি
আর অর্ধেক দিয়ো তোমার প্রিয় নায়েবে রসুলের নামে
পৃথিবীর সব গোনাহ তিনি মাফ করিয়ে দিবেন এক শুক্রবারে!
তুমি শুধু ধামাধরে থেকো আর ধামা-বাগিয়ে সব ভরে নিয়ো।
তোমাদের জন্য আজ এই পৃথিবীতে সবকিছু একেবারে হালাল!
সাইয়িদ রফিকুল হক
১২/০১/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Swapon Rozario ১৩/০১/২০২১ধামাধরা ভালো নয়।
-
সিন্ধু সেচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৩/০১/২০২১সুন্দর
-
পি পি আলী আকবর ১৩/০১/২০২১সুন্দর
-
ফয়জুল মহী ১২/০১/২০২১অসাধারণ লেখা। মুগ্ধ হলাম