www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আজবদেশের আজবখেলা

আজবদেশের আজবখেলা
সাইয়িদ রফিকুল হক

ছাগল কি আর ভাত খায় রে? ছাগল খাবে ঘাস,
পচাভাতের পায়েসগুলো চাটবে কুকুর বারোমাস।
সবার পেটে হয় না হজম—পোলাও কিংবা ক্ষীর,
তাইতে দেখি অনেক ভণ্ডের শয়তান এখন পীর!

আজবদেশে আজবভণ্ড দেখবে আরও কত কী!
এই দুনিয়ায় মানুষজনের দেখার অনেক বাকি।
শুয়োরগুলো কচু চেনে—গাধায় চেনে মূলা,
ভণ্ডগুলো দেশজনতার—দিচ্ছে চোখে ধূলা।

আজবদেশে আজবখেলা চলছে সমানতালে,
জেলঘুঘুরা বসে আছে স্বার্থলোভের ডালে।
মানুষগুলো বাঁধা আছে পেটিকোটের ফিতায়,
অপরাধীর লোভআগুনে উঠছে মানুষ চিতায়।

ছাগলগুলো লাফায় বেশি—নাক যে গলায় শুধু,
এদের নাকি ভালোলাগে পাকিস্তানীমধু।
পাকসেনারা ছিল এদের বাপের বড়ভাই,
বাপ-চাচারা মরে গেছে—ছাগল চেঁচায় তাই।

আয় রে ছাগল, চাষ করেছি কতরকম ঘাস,
সবটা খেয়ে তোরা শুধু করবি জাতির সর্বনাশ।
আজবদেশের আজবছাগল হচ্ছে এখন বুদ্ধিজীবী!
এরা জাতির মাথা হলে—বলবো কাদের পরজীবী?


সাইয়িদ রফিকুল হক
১৩/১১/২০১৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১১/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast