www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একদিন এই শহর আমাদের ছিল

একদিন এই শহর আমাদের ছিল
সাইয়িদ রফিকুল হক

একদিন এই শহর আমাদের ছিল
কিন্তু তোমাদের সীমাহীন নারকীয় অত্যাচারে
আজ মনে হয়: আমরা এই শহরের পরবাসী কিংবা উদ্বাস্তু।
আজ আরও মনে হয়: আমাদের শহর যেন তোমাদের!
তোমাদের মতো কলুষিত আত্মার অধমেরা
প্রতিনিয়ত কূটকৌশলে কেড়ে নিচ্ছো আমাদের সবকিছু,
এখানে আজ তোমাদের ভয়াবহ নগ্ন-দাপটের ধ্বংসযজ্ঞ।

তোমাদের শহরে এসেছি বলে
এত বেশি অহংকার কোরো না,
একদিন এই শহরটা আমাদেরই ছিল।
আমরা জন্মেছি এই শহরের বুকে,
তখন কী সুন্দর ছিল আমাদের শহর!
আর কী পরিচ্ছন্ন ছিল শহরের চারদিকটা!
তারপর এলে তোমরা সাঁঝের শুয়োরের মতো,
তোমাদের হাতে আমাদের সবকিছু তছনছ হতে লাগলো।
তোমরা নিম্নস্তরের কালোবাজারির সন্তানরা
কোত্থেকে এসে আজ দখল করেছো শহরের সবকিছু,
তোমরা দখল করেছো আমাদের শহরের সমস্ত জমিজমা,
আমাদের রাস্তাঘাট, স্কুল-কলেজের খেলার মাঠ,
নিঃশ্বাস ফেলতে বিকেলে হাঁটার কী সুন্দর পার্কগুলো!
তখন আকাশের জোছনা আছড়ে পড়তো সমস্ত শহরজুড়ে,
আজ তোমরা এই শহরটাকে দখল করতে-করতে,
ক্ষুধার্ত শুয়োরের মতো গোগ্রাসে গিলতে-গিলতে
এ-কে একেবারে কোণঠাসা করে ফেলেছো!
তোমরা নাকি এখন সমাজ-রাষ্ট্রের ব্যবসায়ী আর শিল্পপতি!
অথচ, আমরা জানি, তোমরা সবাই কালোবাজারির সন্তান,
আর নয়তো কোনো খাদকবংশের পাতিমাস্তানের বংশধর।
অথচ, কী আশ্চর্য! সেই তোমাদের হাতে আজ আমাদের শহর বন্দী!

একদিন এই শহর আমাদের ছিল,
তখন বুকভরা ভালোবাসার স্বপ্ন ছিল মানুষের চোখে-মুখে,
আর কী সুন্দর সকাল-বিকাল দুলতো আমাদের চোখের সামনে!
এখন সবকিছু তোমাদের মতো অতিনষ্ট পাপীদের কুক্ষিগত,
তোমরা ভদ্রবেশী লুটেরার দল দখল করেছো আমাদের শহরটাকে,
হে আগ্রাসী শুয়োরের দল, তোমরা আমাদের শহর ছেড়ে চলে যাও,
আর এখনই আমাদের শহর চিরতরে ফিরিয়ে দাও আমাদের কাছে।


সাইয়িদ রফিকুল হক
০৯/০৫/২০১৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৫/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast