www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বার্থপরতা

স্বার্থপরতা

নিজের স্বার্থে কাউকে ল্যাং-মারা কিংবা ল্যাং-মারার অপচেষ্টা করাটা ভয়ানক অপরাধ। এটা অধর্ম। আজকাল এই অধর্মই অনেকে করছে।

ব্যক্তির বিরুদ্ধে আক্রোশ মেটাতে-মেটোতে অনেকে এখন রাষ্ট্রের বিরুদ্ধেও আগ্রাসন চালাতে দ্বিধা করছে না। সবখানে কাজ করছে মানুষের এই স্বার্থপরতা। আত্মস্বার্থ বা স্বার্থপরতা সমাজ-রাষ্ট্রের সর্বাপেক্ষা বড়সড় ব্যাধি। এই আত্মস্বার্থ মানুষকে ক্রমাগত লোভী ও ইতর-জীবে পরিণত করছে। সমাজদেহকে করছে কলুষিত।
স্বার্থত্যাগের মানসিকতা আমাদেরই গড়ে তুলতে হবে। রাষ্ট্রবিরোধী-স্বার্থপরতা সমূলে উৎখাত করতে হবে।
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৪৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৮/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast