www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আজ ঐতিহাসিক গণঅভ্যুত্থানদিবস

আজ ঐতিহাসিক গণঅভ্যুত্থানদিবস
সাইয়িদ রফিকুল হক

আজ ২৪-এ জানুআরি ঐতিহাসিক গণঅভ্যুত্থান-দিবস। ইতিহাসের এই দিনে (১৯৬৯ সালের আজকের দিনে) নরখাদক-হায়েনা-নরপশু-পাকিস্তানী-সামরিকজান্তাদের মুখে প্রবল ঘৃণায় জুতা মেরে, বীর-বাঙালি-জাতি সারাবাংলায় এক গণবিস্ফোরণ ঘটায়। এতে ভয় পেয়ে পাকিস্তানী-সামরিকজান্তারা তাদের দায়ের করা মিথ্যা ও দুরভিসন্ধিমূলক “আগরতলা-ষড়যন্ত্র-মামলা” থেকে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুসহ ৩৫জন রাজবন্দীকে মুক্তি দিতে বাধ্য হয়।
এইসময় প্রচণ্ড গণবিস্ফোরণে ভয় পেয়ে সামরিকজান্তা আইয়ুব খান ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। তারপর পাকিস্তানের ক্ষমতাদখল করে আরেক স্বৈরাচার ও সামরিকজান্তা ইয়াহিয়া খান। অবশেষে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে, পাকিস্তানকে পরাজিত করে স্বাধীনতালাভ করে বীর-বাঙালি-জাতি। স্বাধীন ও শত্রুমুক্ত হয় বাংলাদেশ।

আজকের এই দিনে গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত বাংলার সকল শহীদ ও বীরসন্তানকে জানাই প্রাণঢালা ভালোবাসা, অভিনন্দন ও শ্রদ্ধা।



সাইয়িদ রফিকুল হক
২৪/০১/২০১৮
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৬২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast