নিষ্পাপ-কিশোরী তুমিই কবিতা

নিষ্পাপ-কিশোরী তুমিই কবিতা
সাইয়িদ রফিকুল হক
নিষ্পাপ-কিশোরীর চোখে কবিতা দোলে,
সোনামুখী কত গদ্য ঝরে তার হাসিতে!
আরও কত্য পদ্য তার কথার ভাঁজে-ভাঁজে,
তার হাঁটার ছন্দে জেগে ওঠে ইতিহাস।
আমি নিষ্পাপ-কিশোরীদের ভালোবাসি
আমি নিষ্পাপ-কিশোরীদের বড় ভালোবাসি।
ভালোবাসি তাদের সরল-চোখের স্নিগ্ধ-দৃষ্টি,
ভালোবাসি তাদের সুরভিত-চোখের চপলতা,
ভালোবাসি তাদের সুন্দর স্বপ্নের হাতছানি,
ভালোবাসি তাদের পবিত্র মুখের স্নিগ্ধ-শোভা!
আমি ভালোবাসি নিষ্পাপ-কিশোরীদের নির্মল-হাসি।
কত কবিতা হাবুডুবু খায় কিশোরীদের চোখে,
আর কত গদ্য ভাসে তাদের চোখের স্নিগ্ধজলে
আরও কত পদ্য ডুবে যায় তাদের চোখের গভীর জলে!
কত ইতিহাসের পৃষ্ঠা ভেসে যায় তাদের নিষ্পাপ-চোখে,
মধুমাখা হাসিতে কবিতা বিলায় নিষ্পাপ-কিশোরীরা।
তাদের দু’চোখে দিন-রাত ভাসে কবিতা,
তাদের স্নিগ্ধমুখে সারাক্ষণ ফুটে ওঠে কবিতা,
তাদের মোহনীয়-রূপসাগরে জন্মে নতুন কবিতা।
তাদের হৃদয়গভীরে উড়ে চলে কত কবিতার ঝাঁক,
তাদের নিষ্পাপ-শ্যামলবক্ষে শুনি শুধু কবিতার হাসি!
তাদের ফুলের মতো চুলে দোলে কত কবিতার ছন্দ।
আমি দেখেছি, নিষ্পাপ-কিশোরীদের দু’চোখে
অবিরাম ভেসে-ভেসে কূলে ভিড়ছে কত কবিতা,
তাদের দেহসৌষ্ঠবে সাহিত্যপ্রসূন ঝরে-ঝরে পড়ে,
আর তারা অকৃত্রিমভাবে পৃথিবীতে হেঁটে চলে!
আর তারা ফুলের মতো ঝরে-ঝরে পড়ে মানুষের গায়!
আমার তাই মনে হয়: নিষ্পাপ-কিশোরী তুমিই কবিতা।
সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
১৩/০৬/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১৪/০৬/২০১৭লেখনীতে ব্যতিক্রম কিছু আছে যেটা ইতিবাচক
-
রাখাল বালক ১৪/০৬/২০১৭মনমুগ্ধ করে দিলে হে কবি
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৩/০৬/২০১৭অনেক অনেক ভালোলাগা।