ফুলের মতো ধার্মিক

ফুলের মতো ধার্মিক
সাইয়িদ রফিকুল হক
ধার্মিক হবে ফুলের মতো
সুবাসটুকু বাড়বে শুধু,
মানুষ ছুটবে তাহার পিছে
যেমনে খোঁজে ভ্রমর মধু।
গায়ে তোমার অনেক কাদা
আরও আছে দুর্গন্ধের পাহাড়,
দিনে-দিনে চলছে তোমার
সীমাহীন লোভের আহার!
মানুষ তোমায় বলবে কে বা
তুমি যে আজ অধমপশু,
তোমার মধ্যে পাই না খুঁজে
মানুষ-নামের একটাকিছু!
ফুলে যদি নাই বা থাকতো
সুবাস-নামের মিষ্টিগন্ধ,
বিশ্বসভায় ফুলের হাসি
চিরতরে হতো বন্ধ।
মানুষ তোমার সুবাস নাই
আছে শুধু দুর্গন্ধের খনি,
তুমি পামর কেমনে হবে
যুগমানবের চোখের মণি!
ফুলের মতো ধার্মিক হবে
সুবাসমধু বিলাবে শুধু।
মানুষ তাঁকে ভালোবেসে
বলবে এসো হৃদয়-বিধু।
সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
১১/০৬/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কাফাশ মুনহামাননা ১২/০৬/২০১৭ভাল চিন্তা
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১২/০৬/২০১৭ভালো বিষয়।
-
রাখাল বালক ১২/০৬/২০১৭খুব ভাল চিন্তা ভাবনা
-
ধীরোদত্ত মল্লিক ১১/০৬/২০১৭VERY GOOD