ভণ্ডচেনার মেশিন

ভণ্ডচেনার মেশিন
সাইয়িদ রফিকুল হক
ভণ্ডচেনার মেশিন যদি
একটা খুঁজে পেতাম
ভণ্ডধরার অভিযানে
অমনি ছুটে যেতাম।
এই দুনিয়ায় ভণ্ড কত!
কিন্তু চেনা দায়,
ভণ্ড আছে সামনে-পিছে
আরও ডাইনে-বাঁয়।
হাতের কাছে ভণ্ড ঘোরে
তবুও কী যে করি!
একটা মেশিন হাতে থাকলে
পিঠে ভাঙ্গতাম ছড়ি।
ভণ্ডগুলো দিনে-রাতে
খেলছে কেমন খেলা,
দেশটা জুড়ে ভণ্ডদেরই
বসছে মিলনমেলা!
ভণ্ড হলো দেশের শত্রু
ভণ্ড জাতির পাপ,
সবার জন্য এরা হলো
বিরাট অভিশাপ!
একটা মেশিন হাতে থাকলে
ভণ্ড ধরতাম জোরে,
একটা মেশিন কোথায় আছে
দে না খুঁজে ওরে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৬/০৬/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম,এ,মতিন ০৭/০৬/২০১৭বেশ দুর্দান্ত লেখনী
-
Tanju H ০৬/০৬/২০১৭চমৎকার
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৬/০৬/২০১৭"ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়, মানুষকে কী দেখে চিনবে বলো!"