তুমি কেন ছবি হলে

তুমি কেন ছবি হলে?
সাইয়িদ রফিকুল হক
তুমি কেন ছবি হলে?
তাইতে তোমার দোষ,
তুমি যদি কথা বলতে
বলতো সবাই জোস!
তুমি হলে সত্যপ্রতীক
তবুও তোমার নিন্দা,
আসলে যে সত্যবাদীর
এই দুনিয়ায় মন্দা!
ভণ্ডগুলো ধার্মিক এখন
মুখে বিরাট হাসি,
কাজেকর্মে দেখি ওরা
মস্তবড় খাসি।
তুমি ছিলে বিচারশালায়
সত্যপ্রদীপ হাতে,
তবুও দেখি করছে আঘাত
তোমার কুলীন জাতে।
তুমি নাকি গ্রীকদেবী
তাইতে তোমার নির্বাসন,
দেশবিরোধী-দালালেরা
চায় যে এখন সিংহাসন!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৬/০৫/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।