www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বৈশাখ এলো বাংলায়



বৈশাখ এলো বাংলায়
সাইয়িদ রফিকুল হক

বৈশাখ এলো ভরদুপুরে
ইয়াদ আলীর মাঠে,
জমছে আড়ং বাংলা-গাঁয়ে
নদীর ঘাটে-ঘাটে।
আড়ং হবে আড়ং হবে
ছুটছে কিশোরদল,
তোরাই হবি দেশের মাথা
জাতির বুকের বল।

আজকে হলো বৈশাখ-মাসের
পয়লা-শুভদিন,
হালখাতাটা খুলে ফেলো
রাখবো নাকো ঋণ।
আজকে সবাই বাইরে এসো
রঙ-বেরঙের পোশাক পরে,
ফতোয়াবাজ-শকুনগুলো
থাক না বসে ঘরে।
তুমি আমি বাঙালি যে
বৈশাখ আমার কৃষ্টি,
বীর-বাঙালির মিলনমেলায়
হবে দেশপ্রেমেরই সৃষ্টি।

নতুন-সাজে নতুন-রূপে
এলো নতুন-দিন,
হালখাতাটা খুলেছি ভাই
শোধ করে যাও ঋণ।
ফতোয়াবাজ জাহান্নামে
আমরা আছি সুখে,
দেখ না চেয়ে এমন দিনে
হাসি সবার মুখে।
বাংলা-মায়ের শান্তকোলে
এলো সুখের ভোর,
দেখবো এবার সবাই মিলে
কেমন হাসি তোর।
বৈশাখ এলো নতুন-ভোরে
সুখের জামা পরে,
রঙের মেলা জমছে এবার
বাংলাদেশের ঘরে।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৩/০৪/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৭৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আব্দুল হক ১৩/০৪/২০১৭
    সুন্দর ভালো লিখেছেন! মোবারকবাদ!
  • মধু মঙ্গল সিনহা ১৩/০৪/২০১৭
    অনেক ধন্যবাদ বন্ধু।
  • পলাশ ১৩/০৪/২০১৭
    দিব্যি ছন্দোময়. অথচ খুব সুন্দর সামাজিক বক্তব্য ও আছে।
 
Quantcast