www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফাল্গুন-মাসে




ফাল্গুন-মাসে
সাইয়িদ রফিকুল হক

ফাল্গুন-মাসে সব যে দেখি রক্তলাল,
বীর-বাঙালির ইতিহাসের পৃষ্ঠাও লাল!
আর রফিকদের বুকের রক্তও লাল।
ফাল্গুন-মাসে রক্ত ঝরে বাংলার বুকে,
শোকের ছায়া চোখে পড়ে ভাইয়ের মুখে!
তবুও দেখি হাসে সবাই দেশের সুখে।
ফাল্গুন-মাসে বাংলা-প্রেমে মেতে ওঠে জাতি,
ভাষা-প্রেমে ফুলে-ফেঁপে স্ফীত হয় যে ছাতি!
এরাই কিন্তু এগারো-মাস বুকে রাখে ইংলিশ-হাতি।
ফাল্গুন-মাসে এখনও তাই ভাষাশহীদ কাঁদছে বসে,
বাংলার বুকে বাংলাবর্ণ ধীরে-ধীরে যাচ্ছে খসে!
কে আছে রে বীর-বাহাদুর ভণ্ডের মুখে মারবে চড় কষে।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৫/০২/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বাঃ
  • রাবেয়া মৌসুমী ০৬/০২/২০১৭
    বাহ্!
  • পরশ ০৬/০২/২০১৭
    কবিও এখন আবেগে লাল হয়েছেন বুঝি...
  • কৃষ্ঞচুড়া আর তুমি

    সত্যিই যেন এক হয়ে গেছ

    হে ফাগুনের কবি!
    • আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু। আর সঙ্গে রইলো শুভেচ্ছা।
  • আব্দুল হক ০৬/০২/২০১৭
    বেশ ! সুন্দর লিখেছেন।
  • ফাল্গুন। একসাথে কি করা গেল না। শুভেচ্ছা।
  • সুন্দর
  • মুশফিকুর রহমান ০৫/০২/২০১৭
    ভাল লাগল মুক্তিযুদ্ধের প্রতি আপনার মমতা দেখে। তবে অনেক বুদ্ধিজীবি মুক্তিযুদ্ধকে “সেপারেটিস্ট ওয়ার” বলছেন কষ্ট লাগে ইংরেজির ভূল প্রয়োগ দেখে...। ভাল থাকবেন ।
 
Quantcast