www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

যদি তুমি আবার আসতে



যদি তুমি আবার আসতে
সাইয়িদ রফিকুল হক

ঘুম ভেঙেছিলো সেদিন খুব সকালে
তবুও কী ফুল ফুটেছিলো বাগানে তা দেখিনি,
শুধু দেখলাম বাড়ির সামনে মস্ত গেটটার পাশে
নবীনা-শিউলিগাছটির নিচে তুমি দাঁড়িয়ে!
আরও জানি, সেদিন আকাশে ছিল নাকো
কোথাও-কোনো মেঘ কিংবা মেঘের ছায়া,
রোদের আবির্ভাব তখনও হয়নি শুরু,
তবুও চারদিকটা আলোয় কী ঝলমল করছিলো
শুধু তোমার উপস্থিতিতে।

শিউলীতলায় শুধু একবার দেখেছিলাম তোমাকে,
আর কিছু মনে নাই,
আর কিছু ভাবি নাই,
তবুও শুধু দেখি তুমি দাঁড়িয়ে রয়েছো শিউলিতলায়,
আবার কখন এসেছিলে জানি না,
আবার কবে আসবে তুমি তা-ও তো জানি না,
শুধু জানি, তুমি আসবে, আসবে,
আমারই শিউলিতলায়।

আজও এসে দাঁড়িয়েছি এই আলো-ঝলমলে সকালে
একটুখানি তোমার দেখা পাবো বলে,
আজও ঝরছে অগণতি শিউলিফুল,
আর কী সুন্দর মৃদুমন্দ বাতাস,
ঝিরঝিরে বাতাসে এখন শুধু ঝরছে শিউলি,
বাতাসে পাচ্ছি শুধু শিউলির ঘ্রাণ
কত আয়োজন চারপাশে তোমাকে বরণ করতে
যদি তুমি আবার শিউলিতলায় আসতে!

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৮/০৪/২০১৬
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০৭/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অঙ্কুর মজুমদার ৩১/০৭/২০১৬
    nice...................
  • স্বপ্নময় স্বপন ৩১/০৭/২০১৬
    বিস্ময়াভিভুত! মন্তব্য করার মতো কোন ভাষা আমি অন্তত খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে !!
  • নাবিক ৩১/০৭/২০১৬
    খুব সুন্দর কাব্যখানি <3
 
Quantcast