www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সাধুবাবা ফিরে গেলেন জঙ্গলে



সাধুবাবা ফিরে গেলেন জঙ্গলে
সাইয়িদ রফিকুল হক

এক সাধুবাবা
জঙ্গল থেকে হঠাৎ বেরিয়ে এলেন
লোকালয়ে প্রাচীন-শহরে।
কেউ দেখে না তাঁকে চেয়ে,
ঘন-কুয়াশার মতো ব্যস্ততার কোলাহলে
ছুটে চলে মানুষ উর্ধ্বশ্বাসে!
সবাই ছুটে চলে মিছিলের গতিতে!
পাশ কেটে চলে যায় সবাই
বুলেট-ট্রেনের গতিতে,
তবু এই ভিড়ের মাঝে
সাধুবাবা ডাকছিলেন কাউকে-কাউকে
কেউ সাড়া দিলো না তাঁর ডাকে!
অবজ্ঞাভরে ছুটে চলে রাজপথের মানুষ,
ছুটে চলে ফুটপাতের মানুষ,
ছুটে চলে বস্তির মানুষ,
আরও কতো নাম না-জানা মানুষ।
মানুষ ছুটছে স্বার্থের ধান্দায়।

একটি জরুরি কথা বলবে বলে
সাধুবাবা বেরিয়ে এলেন আজই,
তবু নেশাগ্রস্ত-মানুষগুলো
সাড়া দিলো না তার ডাকে।
ভাঙ্গা মন নিয়ে ধীরপদে
আবার ফিরে চলে সাধুবাবা,
কেউ ডাকে না তাঁকে।
একটু পরেই শহরে এলো
নাম না-জানা এক রূপকুমারী
কী আলো ঝলমলে চেহারা তার!
কাজ ভুলে হা-হয়ে যায় সবাই,
আর তাকেই দেখতে থাকে মানুষ,
চোখ সরে না তাদের,
আঠার মতো লেগে থাকে
তাদের বিস্ময়ভরা চোখের দৃষ্টি!

দূর থেকে তাকিয়ে সবই দেখতে থাকেন
আমাদের সেই সাধুবাবা,
আর তিনি মিটিমিটি শুধু হাসেন!
এরপরে শহরে এলো এক বেশ্যা,
যৌবনবতী আরও রূপকুমারী,
এবার ভিড় লেগে গেল তার চারপাশে,
সবাই টিকিট কাটে লাইনে দাঁড়িয়ে!
তবু ক্লান্তি নাই মানুষের মুখে।
পকেট খালি করে ঢুকছে তারা
একে-একে কাতারবন্দী হয়ে বেশ্যালয়ে!
সব দেখে শুধু হাসলেন সাধুবাবা,
আর তিনি ফিরে গেলেন জঙ্গলে!
এই শহর তার নয়।
আর এই শহর কি মানুষের নয়?

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৩৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৭/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • তুষার অপু ২৭/০৭/২০১৬
    ভালো লাগলো। মানুষ ভালো জিনিসের কদর আসলেই বোঝে না। দারুণ উপস্থাপনা।
    • অনেক সুন্দর বলেছেন আপনি। এখানে ফুল পাঠাবার ব্যবস্থা নেই। তাই, আপনার জন্য কথামালার ফুল পাঠালাম।
  • সজীব ২৬/০৭/২০১৬
    সুন্দর হয়েছে
  • অঙ্কুর মজুমদার ২৬/০৭/২০১৬
    besh vlo,,laglo
  • স্বপ্নময় স্বপন ২৫/০৭/২০১৬
    সুন্দরকে সুন্দর বলবার মত ভাষা আমার অন্তত নেই!
 
Quantcast