www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার মুখটি দেখিনি



তোমার মুখটি দেখিনি
সাইয়িদ রফিকুল হক

তোমার মুখটি দেখিনি
দেখেছিলাম একটু ছায়া,
তাইতে দেখি মন যে আমার
জাগায় কেমন মায়া!
হাসি দেখিনি আর শুনিনি
তোমার মুখের কথা,
তবু যে এই অবুঝ-বুকে
ক্ষণে-ক্ষণে বাড়ছে ব্যথা!
তোমার নামটি জানিনি
তবু যে কথা বলার ইচ্ছে,
একটু ছায়া একটু মায়া
জীবনটা হবে বুঝি মিছে!

আলো ছিল ঝলমলে
দেখেছিলাম দিনদুপুরে,
কী যে একটা ভাব হলো
ঝড় উঠলো অন্তপুরে!
এতো-এতো কাছাকাছি
দাঁড়িয়েছিলে একটুখানি,
তবু যেন মনে হলো
দেখি নাই তোমার মুখখানি!
তোমার ছায়া মনগহীনে
পেলো বুঝি ঠাঁই,
কেবলই তাই মনে হয়:
তোমার মুখখানি দেখি নাই!

কোথায় তুমি ভুলে আছো
রূপমুগ্ধ প্রেমিকজনে,
একটুখানি কাছে আসো
ভালোভাবে দেখি মুগ্ধনয়নে!
কাছে এসে দাঁড়িয়েছিলে
দেখি নাই অবহেলার ছলে,
অভিমানে তাই বুঝি
তুমি যাবে চলে!
একটু দাঁড়াও নয়নসম্মুখে
দেখবো শুধু মুগ্ধচোখে,
তোমার মুখটি দেখি নাই
ডুবে আছি মহাশোকে!


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৭/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো লাগলো কবি
  • হাসান কাবীর ২৭/০৭/২০১৬
    সুন্দর।
  • সজীব ২২/০৭/২০১৬
    nice2
  • স্বপ্নময় স্বপন ২১/০৭/২০১৬
    simply awesome!
  • সজীব ২১/০৭/২০১৬
    অপরীহায্র শব্দের অভিসম্ভাবি বানিবিন্যাস
 
Quantcast