www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একটা স্বপ্ন ছিলো

একটা স্বপ্ন ছিলো

একটা স্বপ্ন ছিলো আমি একদিন অনেক বড় হবো,
আমার ছোট ছোট অভিপ্রায়গুলো পূর্ণ করবো
ডানামেলে দুহাত ছড়িয়ে পৃথিবী দেখবো,
আর ভালোলাগায় নিজেকে রাঙাবো।
জীবন থেকে অনেকগুলো বছর কেটে গেলো,
অনেক স্বপ্ন পথের বাঁকে নিশ্চুপে আড়াল হলো,
ইচ্ছেগুলো হতাশা বাড়িয়ে দিলো।
দুঃখ-কষ্ট,আনন্দ-বেদনা এই নিয়ে আমাদের প্রতিদিনকার জীবন,
অশ্রুঝরা নয়নে একা করে দেয় যখনতখন,
সেদিন খুব নিবিড় ভাবে একা একা স্মৃতির পটে নিজেকে খুঁজেছিলাম,
কত সুন্দর ছিলো সেই দিনগুলো,
বাসনাকে পরিপূর্ণতা দিতাম তখন,
মন যা চাইতো তাই করতাম
একরকম ভালোবাসা চুরি করে নিতাম।
আজ এতগুলো বছর পড়ে ভুলে গেছি ভালোথাকা,
বুঝতে পারিনা কিভাবে একটু ভালো থাকা যায়
তবো সাধনা করি,সার্থক হতে পারিনা
শূন্যতা বড় বেশি সময়টাকে নির্জন করে তুলে।
আবেগ নিয়ে খেলা করার নিরন্তর অভ্যাস কখনো আমার ছিলোনা,
কারো হৃদয়ে নীড়ে কবিতা তাঁর উপমায় লিখারও অভিরুচিও ছিলোনা
আজ বাস্তবতা রুদ্ধ শ্বাসে আমি ক্লান্ত,ক্ষতবিক্ষত
আমার পৃথিবী মনে হয় ধূসর অন্ধকার,
এইতো অবসন্ন জীবনের নিরব অহংকার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০১/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast