বড্ড ক্লান্ত
    বড্ড ক্লান্ত আমি-
একদিকে করোনার বিধ্বংসী ছোবল
শ’য়ে শ’য়ে মরছে মানুষ প্রতিদিন
হাসপাতালের বেড নাই খালি
অক্সিজেন নাই
মানুষের মায়া নাই, নাই মমতা
স্বামী স্ত্রীকে ফেলে রেখে যাচ্ছে পালিয়ে
এগুলো দেথে আমি বড্ড ক্লান্ত।
করোনার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু
সিটি কর্পোরেশনের কর্মী নাই
টায়ারে-টবে-ছাদে-ডাবে-নতুন বিল্ডিং-এ স্বচ্ছ পানি
চারিদিকে যেন শুধু এডিস মশার লার্ভা
সব দেখে আমি অবসন্ন, একেবারে একা।
একদিকে করোনার বিধ্বংসী ছোবল
শ’য়ে শ’য়ে মরছে মানুষ প্রতিদিন
হাসপাতালের বেড নাই খালি
অক্সিজেন নাই
মানুষের মায়া নাই, নাই মমতা
স্বামী স্ত্রীকে ফেলে রেখে যাচ্ছে পালিয়ে
এগুলো দেথে আমি বড্ড ক্লান্ত।
করোনার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু
সিটি কর্পোরেশনের কর্মী নাই
টায়ারে-টবে-ছাদে-ডাবে-নতুন বিল্ডিং-এ স্বচ্ছ পানি
চারিদিকে যেন শুধু এডিস মশার লার্ভা
সব দেখে আমি অবসন্ন, একেবারে একা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        জামাল উদ্দিন জীবন ০৩/০৮/২০২১সুন্দর।
 - 
        তাবেরী ০৩/০৮/২০২১অসাধারণ
 - 
        মাহতাব বাঙ্গালী ০২/০৮/২০২১চারদিক থেকে শোক মিছিলে মিছিলে আসছে
শোকের বিধ্বংসী আশীর্বাদ বড় ছোঁয়াচে - 
        ফয়জুল মহী ০২/০৮/২০২১চমৎকার অনুভূতির উপস্থাপন।
 - 
        মোঃ বুলবুল হোসেন ০২/০৮/২০২১চমৎকার
 
