www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ছয় যাত্রী নিহত

|| বাগেরহাটে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ছয় যাত্রী নিহত ||
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের ছয় যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার বৈলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনা বাংলাদেশে একটি সাধারণ ঘটনা। বলা যায় অনেকটা নিত্যনৈমেত্তিক ঘটনা। সড়ক দুর্ঘটনায় বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেন। বুক খালি হয় হাজার হাজার মায়ের। উপার্জনক্ষম হাজারো মানুষ হারায় দেশ। এই সড়ক দুর্ঘটনা রোধ আমাদের করতে হবে যে কোন মূল্যে। সড়ক দুর্ঘটনা রোধে কতিপয় প্রস্তাবনা-
(১) অযোগ্য ও অদক্ষ ড্রাইভারদের সনাক্ত করে তাদের লাইসেন্স জব্দ করা,
(২) ড্রাইভারদের কর্মঘন্টা নির্ধারণ করে এর অধিক সময় কাজ করতে না দেয়।
(৩) ট্রাফিক আইন পরিপালনে জনসচেতনতা বৃদ্ধি করা
(৪) রাস্তা প্রসস্থ করা,
(৫) মাদকদ্রব্য গ্রহণকারী ড্রাইভারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা,
(৬) রোডে প্রয়োজনীয় ডিভাইডার দেয়া,
(৭) ভাঙ্গা রাস্তাঘাট মেরামত করা,
(৮) ওভারটেকিং না করা বা করতে না দেয়া,
(৯) ব্যবহার অনুপযোগী গাড়ী রাস্তায় না চালানো,
(১০) যানবাহনে অতিরিক্ত যাত্রী বা মালামাল বহন না করা,
(১১) ওভার ব্রীজ ব্যবহারে জনগনকে উৎসাহী করা,
(১২) রাস্তায় পৃথক/আলাদা লেন করা,
(১৩) যত্রতত্র গাড়ী পার্কিং না করা,
(১৪) ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদ করা,
(১৫) রেল ক্রসিং-এ ওভার ব্রিজ স্থাপন করা ও
(১৬) কম গতি সম্পন্ন গাড়ী প্রধান সড়কে চলতে না দেয়া।
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ২১৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৭/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast