www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আগে কি সুন্দর দিন কাটাইতাম (৬২)

দৌড়ানী
দৌড়ানী আমাদের এলাকার একটি প্রচলিত শব্দ। দৌড়ানী অর্থ হল-
ভয় দেখিয়ে একজন মানুষের পেছনে আরেকজন মানুষের ক্রমাগত দৌড় দিয়ে তাকে ধরে ফেলার চেষ্টা করা। আগের দিনে বড়রা দৌড়ানী দিত এবং ছোটরা দৌড়ানী খেত। এই ছোটরা একদিন বড় হয়ে আবার ছোটদের দৌড়ানী দিত। এভাবে চলতো দৌড়ানীর জীবন চক্র। এভাবে জীবনে অনেক দৌড়ানী খেয়েছি। শুধু আমি না। আমরা যারা সমবয়সী ছিলাম তারা সবাই কম-বেশী দৌড়ানী খেয়েছি। আর বড়রা পান থেকে চুন খসলেই দিত দৌড়ানী। ছোটবেলা পড়াশুনা বাদ দিয়ে বাড়ীর ঢালু জায়গায় অনেক তাস খেলতাম। তখন বড়রা প্রথমে এসে ওয়ার্নিং দিতো। আমরা ক্রমাগত খেলেই যেতাম ওয়ার্নিং না শুনে । একপর্যায়ে বয়োজেষ্ঠরা আমাদের দিত দৌড়ানী। আমরা দিতাম দৌড়। যতক্ষণ বয়োজেষ্ঠরা পিছনে পিছনে দৌড়াত ততক্ষণ আমরাও দৌঁড়াতাম। এই দৌড়ানীর দৈর্ঘটা কতটুকু হবে তা নির্ধারন হত বড়দের মর্জির উপর। বড়রা বেশী দৌড়ালে ছোটদের বেশী দৌড়াতে হত। তবে এ দৌড়ে বড়রা ছোটদের ধরতে পারতো না এটাই বাস্তবতা। কারণ বড়রা ছোটদের সাথে কোনভাবেই পাড়তো না। ইহা একটা আইওয়াস আর কি!
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ২৫৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৪/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast