www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আগে কি সুন্দর দিন কাটাইতাম (৫৮)

কুপি, হারিকেন ও হ্যাজাক
আলোদানকারী কুপি বাতি, হারিকেন ও হ্যাজাক (হ্যাচাক) লাইট একসময় আমাদের জীবনের সাথে জড়িয়ে ছিলো। বিদ্যুৎ সংযোগ আসার ফলে এই আলোদানকারী জিনিসগুলোর কথা মানুষ অনেকটা ভুলতে বসেছে। আমার জীবনে উপরোক্ত তিনটি জিনিসেরই অবদান রয়েছে। আজ থেকে ৩০/৪০ বছর পূর্বে যারা গ্রামে বসবাস করতেন তারা সকলেই উপরোক্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির কথা না জেনে পারেন না। কিন্তু বর্তমান প্রজন্ম যারা ঢাকায় থাকে তারা এগুলো চিনবে না। আমি ছোটকালে লেখাপড়া করেছি কুপি বাতির আলোয়। আমি একা না, আমরা যারা সমসাময়িক ছিলাম তারা সবাই এক কুপি বাতির আলোয় পড়েছি। এই কুপি বাতির তেলেজমতিতে আমরা অনেকেই আজ প্রতিষ্ঠিত! সুশিক্ষিত! ভালো চাকরি করি! কেউ কেউ আবার আমেরিকাও থাকি। সবই এই কুপি বাতির দান। কুপি বাতি আলো না দিলে আমরা কিছুই করতে পারতাম না। এবার আসি হারিকেনে। হারিকেন কুপি বাতির একটা ভদ্র রুপ। কুপি বাতিতে চিমনি থাকে না, হারিকেনে চিমনি থাকে। কুপি বাতিকে একটা অবয়ব দিলে তা হারিকেনে রুপ নেয়। আমরা হারিকেন দিয়েও পড়েছি। হারিকেন দিয়ে পড়লে একটু ধনী ধনী মনে হয়। তবে হারিকেন কুপি বাতির চেয়ে নিরাপদ। কারণ হারিকেনের চারিদিক কভার করা থাকে। কুপি বাতির চারিদিকে কভার করা থাকে না। তাই কুপি বাতিতে বিপদ হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। হারিকেন নির্বাচনের প্রতীক হিসেবে ব্যবহৃত হত। আমার মনে আছে, চড়াখোলার মি. হেনরী ডি’ কস্তা একবার উপজেলা নির্বাচনে দাঁড়িয়েছিলেন। তার মার্কা ছিলো হারিকেন। আমরা হারিকেন, হারিকেন বলে চিৎকার (ক্যানবাস) করতাম। আরেকটি আলোদানকারী বস্তু ছিলো হ্যাজাক (হ্যাচাক) লাইট। দেখতে অনেকটা হারিকেনের মতই। তবে এর আলো অনেক বেশী। বিয়ে বাড়ীতে এই হ্যাজাক লাইট দেখেছি। এই লাইটের একটা সমস্যা হল- এর দম বেশীক্ষণ থাকে না। কিছুক্ষণ পরে পরে দম দিতে হয় মানে পাম্প দিতে হয়।
-স্বপন রোজারিও (মাইকেল) ১১.০৪.২০২১
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৪৫৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৪/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast