www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হবে অবসান

তোমার অস্তিত্বকে পছন্দ করছে না বিশ্বমানব
তা কি তুমি বুঝতে পারছো না?

বুঝবেই বা কি করে?--
মানুষের প্রাণ নেয়াই তো তোমার প্রধানতম কাজ! বাহাদুরি!
আর বাঁচলে উপহার দাও চরম পঙ্গুত্ব ও জরাজীর্ণতা!
দু:শ্চিন্তাও কিন্তু তোমার ছোট উপহার নয়?--
মানবদেহে তোমার উপস্থিতি জ্বালায় সারাটা জীবন-
আর যাকে নাও, সে তো যায়ই, সাথে যায় তাঁর সংসার ধর্মও,

এক বছরের বেশী সময়!
তবু তুমি আছ বহালতবিয়তে! কোন আর্শীবাদে?
কোন বিজ্ঞানী তোমার টিকিটা পর্যন্ত ধরতে পারলো না! ভেক্সিনও!
কোন গ্রহের বাসিন্দা তুমি??-- তোমার পরিচয়???---

তোমাকে বলি,
তোমার পরিচয় প্রায় জানা হয়ে গেছে আমাদের!
দাঁড়াও! শুন!......
ঐ শুনা যাচ্ছে জয়ধ্বনি!
তোমার বিদায়ের পদধ্বনি!
করোনা তোমার শুভ বিদায়!
মানবজাতির শ্রেষ্ঠ আদায়!
রবে না তুমি ধরাতলে!
ভাসবে তুমি গঙ্গাজলে!
তোমার দাপটে জীবন!
হবে বুঝি অবসান! অবসান!

(স্বপন রোজারিও (মাইকেল), তারিখ :৭/৪/২১, করোনাকালে লেখা)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৪/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দরতম উপস্থাপনা
  • মাহতাব বাঙ্গালী ০৭/০৪/২০২১
    কভিড-১৯! সে তুমি
    অতি ভয়ানক
    হিংস্রতা তোমার বেড়েই চলেছে
    সব আবিষ্কার তোমার কাছে পরাস্ত
    দীর্ঘ এক বছর ধরে
    কেউ জানেনা তোমার আকার কেমন
    তবে নও নিরাকার তুমি
    শুধু মনের ভয়েই থাকি আমি
    যদি আমায় ধরো, আমি বাঁচবো কি?

    তবে; এখন আমি আত্মবিশ্বাসে বলি-
    বনের বাঘ খেয়ে ফেলার আগে
    আমায় যদি খেয়ে ফেলে মনের বাঘ;
    তাহলে নই আমি কিছুই এ বিশ্ব পরিবারের
    নেই কিছুই তাতে হওয়ার অবাক! © মাহতাব বাঙ্গালী
  • মানবিক চিন্তার সুন্দর প্রয়াস।
 
Quantcast