www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তিনটি কবিতা

(১)
দুর্নীতি

দুর্নীতির ঐ দোলাচলে আমার বাংলাদেশ,
তীলক কপালে দৌঁড়াচ্ছে, আহা বেশ বেশ।
ড্রাইভাররা বনে গেছে টাকায় কোটিপতি,
আজ ডুবেছে জলে সব রথী মহারথী।
কিসের তরে এতো পাশ দিয়েছি এ ভবে,
তবে সার্টিফিকেট কি শুধু কাগজ হয়ে রবে?
শুভ হত চালাতাম যদি বসের গাড়ি,
আমার ও হয়ে যেত ঢাকায় একটা বাড়ি!
হায় রে হায়! করলাম ভুল, না হয়ে চালক!
নিজের কাছে মনে হয় আমি অবুঝ বালক!
গাড়ি চড়ে যেতাম আমি আমার শ্বশুরবাড়ি,
না চাইতেও ঢেলে দিতাম টাকা কারি কারি।
তারপরেও ভাইসব, একখান কথা বলি,
আমি কিন্তু সব সময়, সোজা পথে চলি।।

-স্বপন রোজারিও (২৬/০৯/২০)
(২)
ফেরা

ফিরে যেতে ইচ্ছে করে সবুজ বনানীতে,
মাঠের পর মাঠ সবুজে ছন্দময়,
শালিক-কোকিল-কাক,
শোল-টাকির ঝাঁক,
কৃষকের হাসি মুখ
কৃষানির ফাটে বুক,
ছোটদের চড়ইভাতি খেলা,
জেলে-মাঝি ভাসায় ভেলা।
ফিরে যেতে চাই আকাশের কাছে,
যে আকাশ বিস্তর নীল,
একটু বড় হওয়ার প্রশিক্ষণ নিতে,
মনের বড়, শরীরে নয়।
যেতে ইচ্ছে করে সাগরের কাছে,
যেখানে বিশালতার বাস্তব স্বপ্ন আছে,
ঢেউ-এর সাথে লুকোচুড়ি খেলতে, কিছু শিখতে,
সাগরে স্নান করে শুচি-শুভ্র হতে।
এখনই চলে যেতে চাই নদীর কাছে,
বালির বস্তা নিয়ে নদীভাঙ্গন ঠেকাতে,
নদী তীরে গাছ লাগাতে চাই, সবুজের বাগান করার জন্য।
গাছ লাগাবো পরিবেশ রক্ষায় ও মাটিকে কামড়ে ধরতে,
যেন মরার নদীভাঙ্গন আমাদের গ্রাস করতে না পরে কোন দিন,
মাঝি-মাল্লাদের জীবনের কথাও কিছু শুনতে চাই,
তবে শুধুই শুনবো, সমাধান দিতে পারবো না হয়তোবা,
এই ভাব বিনিময়ে যদি কিছু লাভ হয়!!
-স্বপন রোজারিও (২৬/০৯/২০)
(৩)
আমরা পৈশাচিকতার দিকে যাচ্ছি!

আমরা আসলে কোথায় যাচ্ছি!
কোন নগর-বন্দর আমাদের গন্তব্য?
তা কি রাক্ষসের? না কি মানুষের??
মানুষের নগর যদি হয়, তবে ধর্ষণ কেন??
ধর্ষণ তো শুধু নরপশুরাই করতে পাড়ে,
একজন নারী, সে তো আমাদেরই বোন, মা,
তাঁকে ভালোবাসার পরিবর্তে পাশবিকতা কেন??
এ কি আমাদের নৈতিক শিক্ষার নমুনা?
আমাদের মনুষত্ব একেবারেই মরে গেছে,
এর বিন্দু-বিসর্গ এ সমাজে নেই,
আর পশুগুলো শুধু কিলবিল করছে,
যেন রাক্ষসের মত শুধু ধ্বংসলীলা চালাবে,
আমাদের হৃদয়গুলো ভেঙ্গে একেবারে চূড়মার,
এ হৃদয়ে কোন প্রেম নেই, ভালোবাসা নেই....
আমরা মানুষকে ভোগ্যপণ্য ভেবে মহাভুল করেছি,
অবক্ষয়ের ধ্বংসযজ্ঞের শেষ প্রান্তে আজ আমরা,
ন্যায় বিচার থেকে আমরা এখন অনেক দূরে,
এখন অবক্ষয় রুখে ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে,
তা না হলে এ দেশ পরিনত হবে পশুর দেশে।।
-স্বপন রোজারিও, ২৭/০৯/২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২২৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৯/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast