www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ও উপসর্গ নিয়ে দেশে ৪০ জনের বেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে।

বিএমএর তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত ৩ হাজার ২৭৪ চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসক ১ হাজার ৩৫, নার্স ৮৮৫ এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী ১ হাজার ৩৫৪ জন।

পরিসংখ্যানটি আমাদের আতংকিত করে। চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের এই মৃত্যু এবং আক্রান্ত হওয়ার ঘটনা স্বাস্থ্য ব্যবস্থার দুরবলতারই নামান্তর। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় আমাদের এগিয়ে আসতে হবে। তাদের সুরক্ষার জন্য বিশ্বমানের পিপিই, হ্যান্ডগ্লাভসসহ অন্যান্য সুরক্ষা সামগ্রী প্রদান করতে হবে। তা না হলে করোনা যুদ্ধে জয়ী হওয়া কষ্টসাধ্য হবে।
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ২৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast