www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দুটি কবিতা

(১)
স্বাধীনতা-পরাধীনতা

অন্যের বিঘ্ন ঘটিয়ে
কিসের স্বাধীনতা?
স্বার্থপর স্বাধীনতা
নয় কি পরাধীনতা?

(২)
বাস চলবে আবার

দুই মাসের অধিক সময় পর, বাস চলবে আবার,
সুযোগ হবে জনসাধারণের, গণপরিবহণে যাবার।
অনেক দিন পর, শুরু হয়েছে পরিবহণ ধোঁয়ার কাজ,
এটা নাই,ওটা নাই ভেবে মাথায় পড়েছে যে বাজ।
এতো লম্বা লকডাউনে, পকেট হয়েছে ভাই ফাঁকা,
এতো কষ্টের পরেও চক্ষুজলকে যায় কি বেঁধে রাখা?
অর্ধেক যাত্রী নিয়ে এ মহামারিতে চালাতে হবে বাস,
বাসে সবাইকে বাধ্যতামূলকভাবে পড়তে হবে মাস্ক।
গণপরিবহনে স্বাস্থ্য ব্যবস্থা, না হয় যদি ভাই মানা,
করুণ হবে বাংলাদেশের অবস্থা, সবারই তা জানা।
গণপরিবহন চালানোর সিদ্ধান্তটা তখনই সঠিক হবে,
স্বাস্থ্য বিধি মান্য করে মানুষ যখন গণপরিবহনে রবে।
৩০/৫/২০ (মধুবাগ, ঢাকা)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৭৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast