মা
    (মা দিবসে মায়ের করকমলে)
তুমি আমার গর্ভধারিনী,
তুমি আমার মা,
ভালো কাজে কখনো তুমি
করোনি আমায় মানা।
ছোট যখন ছিলাম
তুমি দিয়েছ সেবা,
তোমার মত দরদী
ধরায় আছে কে’বা?
সন্তানের সুখের জন্য
বিনিদ্রা কাটিয়েছ রাত্রি,
সন্তানের অন্ন যোগাতে
হয়েছ মৃত্যুপথ যাত্রী।
মাকে যারা রেখে আসে
বৃদ্ধাশ্রমে ভাই,
সারা জীবন তাদের কপালে
কোন সুখ নাই।
মা তুমি মহামূল্যবান
তুমি অমূল্য রতন,
সারা জীবন তোমায়
করব মোরা যতন।
আজকের মা দিবসে
সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা,
কোনো মাকে আমরা
বৃদ্ধাশ্রমে যেতে দিবো না।
মধুবাগ, ঢাকা, ১০.৫.২০
তুমি আমার গর্ভধারিনী,
তুমি আমার মা,
ভালো কাজে কখনো তুমি
করোনি আমায় মানা।
ছোট যখন ছিলাম
তুমি দিয়েছ সেবা,
তোমার মত দরদী
ধরায় আছে কে’বা?
সন্তানের সুখের জন্য
বিনিদ্রা কাটিয়েছ রাত্রি,
সন্তানের অন্ন যোগাতে
হয়েছ মৃত্যুপথ যাত্রী।
মাকে যারা রেখে আসে
বৃদ্ধাশ্রমে ভাই,
সারা জীবন তাদের কপালে
কোন সুখ নাই।
মা তুমি মহামূল্যবান
তুমি অমূল্য রতন,
সারা জীবন তোমায়
করব মোরা যতন।
আজকের মা দিবসে
সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা,
কোনো মাকে আমরা
বৃদ্ধাশ্রমে যেতে দিবো না।
মধুবাগ, ঢাকা, ১০.৫.২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        মশিউর ইসলাম (বিব্রত কবি) ১১/০৫/২০২০পৃথিবীর সকল মা'কে সশ্রদ্ধ সালাম
 - 
        রহমতুল্লাহ লিখন ১০/০৫/২০২০মা এর জন্য দিবসের দরকার নেই।
 - 
        ফয়জুল মহী ১০/০৫/২০২০পৃথিবীতে সব মা ভালোবাসার মহাসাগর ।
 
