www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চিন্তার বিষয়

বাংলাদেশসহ বিশ্বে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে একটি ক্রান্তিকাল চলছে। করোনার ছোবলে অনেক লোক অকালে প্রাণ হারাচ্ছেন। করোনার তান্ডব আমাদের দেশে বেড়েই চলেছে। প্রতিদিন আক্রান্ত রোগীর সংখ্যা ৭০০ থেকে ৮০০ মধ্যে। এমনতর অবস্থায় গার্মেন্টস ও কিছু অফিস ইতোমধ্যে খুলে দেয়া হয়েছে। মসজিদ খুলে দেয়া হচ্ছে। এমনকি ঈদের কেনাকাটার জন্য ১০ মে থেকে শপিং মলগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্ত আমাদের জন্য আত্মঘাতি হতে পারে। আমরা এখনও শপিংমল খুলার পর্যায়ে আসি নি। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের আরও একটু ভাবা দরকার।
অন্যদিকে করোনার এ ক্রান্তিকালে বসুন্ধরা শপিং মল, যমুনা ফিউচার পার্কসহ কিছু শপিং মল বন্ধ রাখার সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। করোনা বিস্তার রোধে অবদান রাখার জন্য কর্তৃপক্ষকে সেল্যুট জানাই। আপনাদের এ অবদানে বেঁচে যাবে বাংলাদেশ।
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৩৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast