www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

করোনা প্রতিরোধে

করোনা রোধে মাস্ক করতে ব্যবহার,
হাত ধুতে হবে ৪ ঘন্টায় এক বার।
হাঁচি ও কাশিতে ব্যবহার হবে টিস্যু,
বর্জন করবো, থাকে যদি কোন ইস্যু।
জমায়েত-পরিবহণ ছাড়তে ভাই,
নিয়ম পালনে ভয়ের কিছু যে নাই।
হ্যান্ড সেক-কোলাকুলি না করলে ভালো,
করোনার জন্য জীবন না হয় কালো।
বিদেশে ভ্রমণ করতে হবে যে বন্ধ,
অকারণে ঘরের বাইরে লাগে মন্দ।
নাকে-মুখে হাত দেয়া শুধু অভদ্রতা
এতে বেড়ে যে যাবে করোনার আদ্রতা।
করোনা প্রতিরোধে সবাই হবে এক,
নিমেষেই কেটে যাবে আকাশের মেঘ।

১৪.৩.২০ (চৌদ্দ তারিখে চৌদ্দ লাইন ও শব্দে লিখিত )
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৮২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৩/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast