www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জাগো

বারে বারে কাঁপি উঠিতেছে ভূমি, দুষিত হইছে বায়ু।
হইয়াছে শেষ, আমাদের এ দেশে, কমিতেছে তার আয়ু।

ছিল এতে যত বরফের চাঁই গলিয়া হইছে নীর।
পৃথিবীকে মোর করিবে রক্ষা-কে আছ এমন বীর ?

'গাছ ই' যে পরে রক্ষা করতে মোদের মাতৃভূমি।
বুঝিয়া ও কেন অবুঝ হইছো কাটিয়াছো গাছ তুমি।

গাছের মতো বন্ধু যে আর এই সমাজে নেই।
তবু কেন মোরা কুড়ুল হাতে গাছ কাটতে যাই ?

""একটি গাছ, একটি প্রান,
অনেক গাছ, অনেক প্রান,
গাছ লাগান, প্রান বাঁচান।""
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৫/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অমর কাব্য ২০/০৫/২০১৪
    অসাধারণ একটি কবিতা।
  • এস,বি, (পিটুল) ১৯/০৫/২০১৪
    sundor laglo kobita
  • কবি মোঃ ইকবাল ১৯/০৫/২০১৪
    অসাধারণ একটি কবিতা।
    • সুরজিৎ সী ২০/০৫/২০১৪
      ধন্যবাদ
 
Quantcast