www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফেরিওয়ালা

ফেরিওয়ালা
সুব্রত সামন্ত (বুবাই)

অধর্ম নেবে অধর্ম ?

কেন নেবে ?
তোমার ধর্ম দেশজোড়া শান্তি ও নীতির ভিতর রক্তে লাল ;
আমার অধর্ম মানুষ বানায়।
তোমার ধর্ম বহুরূপী
মা বোনের গায়েরও রীতিমতো থাবা বসায় ;
আর আমার অধর্ম নিজেই মরে ধর্ম রক্ষায়।
তোমার ধর্ম গরু নয়ত শুয়োর চেনায় ;
আমার অধর্ম মানুষ চেনায়।
তোমার ধর্মে সবটাই লাভ লোকসানের হিসেব কষা ;
আমার অধর্মে লেখা থাকে
মানুষের চোখের জলের নানান কথা।
তোমার ধর্মে কখনো দিন, কখনো রাত
আমার অধর্মে পুরোটাই রাত ;
তাও আবার সাদায় ঠাসা।

অধর্ম নেবে, অধর্ম !
তোমার ধর্মে দোকানি আর খরিদ্দারের গুঁতোগুঁতি ;
আমার অধর্মে দুটোর-ই অভাব।

খানাকুল, হুগলী
মানামা, বাহ-রাইন।
১২.০৮.২০১৬
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৮/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast