www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হৃদয় নাচেরে

চটপটি আর মটরশুটি
তোরাই তবে বল,
উথাল - পাথাল হৃদয় কেন নাচেরে,
আঁখিদুটি মোর নিদ্রাচ্ছন্ন আজি
কুড়েঘরখানিতে সারেগামা সুর বাজেরে।

ঐ দেখ ঐ
গুল্ম লতায়-পাতায় ঝরে জল,
বাঁশবাগানে কিসের যেন সুর
টপ-টপাটপ,
কিচির মিচির শব্দ তোলে
ডানাভেজা পাখির দল,
বক-শালিক আর ফিঙে
ঝাপটে ডানাগুলি
ঝিঁঝিপোকার খোঁজে বটতলায়,
পাড়ার দূরন্ত বালকেরা
গোল-গোল-গোল শেষে
পুকুরের ঘোলা পানিতে জলকেলিতে মত্ত ,
বাদল ধারা বহিছে আজিরে।

আজ তবে বর্ষা এলোরে।
টাপুর টুপুর শব্দে
বর্ষা এলো বঙ্গাব্দে
উযান টানে হৃদয় নাচেরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৬/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast