www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সোনালী ক্যানভাস

হারিয়ে ফেলেছি আমার দুরন্ত দিনকটি,
ফেলে এসেছে সেই আদ্র স্মৃতি;
বসেছি আজ ফেরারি পথে,
স্মৃতির ক্যানভাসে ঘোলাটে দৃষ্টে।

মায়ের কলের সেই নরম উষ্ণতা,
জাপটে ধরে, শাড়ির কুঁচে;
পরম স্নেহের নিভৃত আড়ালে!

হারিয়ে এসেছি শৈশব,
হারানো ওই মুগ্ধ কলরব!

ঊষা দিগন্তে, সোনালী আভার বিকাশে;
কালো কাটিয়ে, আলো ফোটে;
সেই তো আগের ই মতো
আমি কেন পাই না সেই,
মিষ্টি ভোরের সোনালি সময়!

কেবল ই আজ চেয়ে থাকা,
আসছে নবীন ভেঙে নম্র শুভ্র সোনালী পাতা!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast