www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ছাত্র ছাত্রীদের আন্দোলন

আমরা ছাত্র–ছাত্রীরা তো রক্ত চাইনি,
আমরা চেয়েছি বেপরোয়া গাড়ি চালকদের কালো চাকায় পিষে জীবন যেন না হারাতে হয় মানুষের । আমরাতো চেয়েছি নিরাপদে যেন প্রত্যেকটা মানুষ পরিবারে ফিরে যেতে পারে। এটা কি আমাদের অপরাধ?
তাহলে কেন আজ পুলিশ লাঠি দিয়ে ছাত্র – ছাত্রীদের সাদা পোশাক লাল করে দিচ্ছে?
আমরা বিচার চাই, বন্ধু হত্যার বিচার চাই ।

আমি ছাত্র
- এম ডি সবুজ
আমি ছাত্র,আমি শান্ত,
আমি অন্যায়ের বিরুদ্ধে অশান্ত,
আমি পুষ্প,আমি কঠিন,
জুলুমের বিরূদ্ধে শিষ্ট,
বন্ধুর বুকে শ্রেষ্ঠ।
আমি রক্ত চাইনা, বিবাদ চাই না,
আমি চাই শান্তি,শৃংখলা।
আমি দুর্বার,আমি বাংলার অহংকার
উসৃংখলা করে চুরমার।
আমি ছাত্র,আমি নরম আন্দলন,
আমি বন্ধু হত্যার বিচার চাই।
আমার সাদা জামা কেন লাল করে দিল ওরা?
আমিতো ছাত্র ছিলাম
শুধু বন্ধু হত্যার বিচার চেয়ে
জোর গলায় বলেছি
ভাইয়ের রক্ত বিদায় দিতে দেবনা
তাতে কি আমার অপরাধ?


আমি ছাত্র, আমি প্রভাত ফেরি
আমি সূর্য–কিরণ, দুপুরের স্বচ্ছল ঘাম
আমি স্কুল, আমি ঘাস, মায়ের নিশ্বাস ।
আমি শুধু রমিজ উদ্দিন স্কুল–কলেজ নয়
আমি সারা বাংলাদেশ, আমার নেই ভয়।
আমি ছাত্র, আমি মায়ের দেখা স্বপ্ন
আমি আমার নয় আমি বাংলার– মায়ের
আমি ৫২,আমি একাত্তর, মুজিবের স্বপ্ন
আমি ২৫শে মার্চর নিরিহ মানুষের শপথ
আমি রেসকোস ময়দানের লক্ষ্য জনতার উত্তেজনা।
আমি ছাত্র, আমি আজ জেগে উঠেছি
মৃত্যুর যন্ত্রনায়,
বন্ধুর রক্তাক্ত শরিরের শপথ নিয়ে বলছি
বিচার নিয়ে মায়ের কোলে ফিরবো
না হয় বাংলার বুকে নিজেকে বিলিয়ে দিব।
বিষয়শ্রেণী: সংবাদ
ব্লগটি ৮৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast